বাংলাদেশের দাঁড়িকমা প্রকাশনীর হাত ধরে প্রকাশিত হয়েছে আমার প্রিয় কবি ফয়েজ উল্লাহ রবির "পাখির কণ্ঠে দেশের কথা । " শিশু মন প্রতিবিম্বিত হয়েছে এর মুকুরে । সুন্দর ছড়াগুলি পড়ে মন ভরে গেল । সহজভাবে শিশুদের সামনে বড় হওয়ার শিক্ষণীয় বিষয় ছড়াগুলির মধ্যে তিনি ফুটিয়ে তুলেছেন ।গ্রামের ছোট নদীটির মতো সেগুলি কুল কুল শব্দে বয়ে চলেছে ।জীবন যন্ত্রণার উপলখণ্ডে লেগে সেগুলি দু-কূলপ্লাবী রুদ্রতার রূপ নিয়ে দেখা দেয়নি ।পাখির গানের মতোই সেগুলি মিষ্টি মধুর । জীবনের হারজিত সম্পর্কে শিশুহৃদয়ে সহজভাবে কবি পৌঁছে দিয়েছেন চিরন্তন সত্যের বানী ,
"হেরেছ বলে গিয়েছ থেমে
এই তো নয় ঠিক
ভুল থেকে সব শুধরে নাও
সত্যে সুন্দর দিক ।" শিশুসাহিত্য হিসেবে বইটি বিশেষ স্থান অধিকার করবে বলে আমার বিশ্বাস । কবিকে জানাই আন্তরিক ভালোবাসা ।