আমাদের যে বয়স চলে যায়
তরল জ্যোৎস্না ছিঁড়ে কুয়াশার দিকে
চাঁদ ডুবে গেলে আর শরীরের কাছেও আসে না
জেনে যায় ন্যুব্জতায় শরীরের বেড়ে গেছে দেনা ।
জীবনের সব গান শেষ হলে পরে
খেলাঘর ভেঙ্গে যায় আঁধারের বুকে কাঁদে শখ
বর্ণনাতীতের বুকে ভেসে যায় গৃহস্থালি


ওড়াওড়ি করে তবু শূন্য ঘরে পাখির পালক ।


*****************************