সভাস্থলে  বসি সব  যোদ্ধা  লজ্জায়  নত শিরে  ;
চলে  গেছে  সেদিন  মৃত্যুর  পারাবার  ,
তোমার  বাহুতে  চিরকাল  তারা বেদনার  বুকে  মরে  ।


রাজসভা স্থলে  দ্রৌপদী  তোমার  পড়েছে  চোখের  জল  ;
বীর পুরুষের  পৌরুষ  করে  ম্লান  ,
ছিঁড়েছিল  কত  অশ্রুতে  ভেজা  আলুলায়িত  কুন্তল  ।


দুঃশাসনের  রক্ত ঝরেছে  তব ক্রোধ  অভিশাপে  ;
আজো  পৃথিবীতে  তব  কান্নার  ঢেউ যেন  এসে  পড়ে  ,
সেই  কান্নায়  ভেঙ্গে  পড়ে  দ্বীপ , ক্রন্দসী  বুঝি  কাঁপে  ।


অশ্রু  তোমার  স্মরণ  করেছে , সঁপেছে  দেহের  ভার  ;
মাধবের  বুকে  দিয়েছিলে  শোক তাপ  ,
দুঃশাসনের  শত  চেষ্টাও  হল  তাই  ছারখার  ।


দ্রৌপদী  ,তোমার  হাহাকারে  আজো  রোদসীও যেন  কাঁপে  ;
বধির  হয়েছে  শক্তির  তরবারি  ,
বেদনার ভার  দিয়েছিলে  তুমি  নীল  আকাশেতে  সঁপে  ।


কান্না  তোমার  এখনো  আকুল  করে  বুঝি  ধরাতল  ;
শোক সাগরের  নির্জন  বেলাভূমি  ,
বীর নেই জেনে  কাপুরুষ  আজো  ছিঁড়ে নারীর অঞ্চল  ।


পৌরুষ  যেন  তব  স্মৃতি  নিয়ে  লজ্জায়  মুখ  ঢাকে  ;
ভোঁতা  হয়ে  গেছে  বিবেকের  তরবারি  ,
শত  বেদনায়  মিশেছে  তোমার  বাহু , শোক সাগরের  বুকে  ।


ইতিহাস  আজো  চোখ  মুছে  যেন তোমাকে স্মরণ  করি  ;
কলঙ্কের  কালি  মেখে  গেছে  সব  যোদ্ধার  তরবারি  ।


**************************************