পৃথিবীতে  মানুষ   আজো  খেলছে তাসের    খেলা  
বুঝেও  অবুঝ   মনের মাঝে  কখন  গেছে   বেলা  ।


ভাবছে  মানুষ   জয়ী   হবো  করবো  সুখে   বাস  
হাসছে  ভাগ্য  আড়াল  থেকে   করছে   পরিহাস   ।


খেলায়  এমন  ডুব  দিয়েছে   দেখছে  না  চোখ   মেলে  
পৃথিবীর   বুকে   কখন   বয়স     গেছে  চলে  ।


হাসছে     বসে  তাসের খেলায়   ভুলেছে  খাঁটি  কথা  
জন্ম   কেন   পৃথিবীতে     ?  পাচ্ছে  কেন ব্যথা  ?


খেলার নেশায় অন্ধ  মানুষ    অন্ধ   ঠুনকো   প্রেমে  
ভাবছে   না  কেউ  জীবন   মাঝে   মৃত্যু    আসছে   নেমে   ।


হঠাৎ   দেখে  রঙের   তাস    নেইকো   কোনখানে      
করছে   বিবাদ   অর্থ   নিয়ে   কাঁদছে   মায়ার   বন্ধনে   ।



অন্ধকারের  মুঠোর   ভিতরে  ,  জ্বলছে   যুবতী    চাঁদ  
বুঝেছে   মানুষ ,  কে   চেপেছে  রঙের   তাস   কে পেতেছে  ফাঁদ   ।


**************************************