দিবাকরও ম্লান হল দুঃখের অনলে ,
মৃত্যুর ভয়ে দিশাহারা হল প্রাণী
নিশার গগনে তবু আশার আলোক জ্বলে ।


সাগরের ঢেউয়ে ধুয়ে যাবে সব তৃষা ;
মানুষের মতিভ্রম ভ্রান্তির পরশে
জানি আমি জয়ী হবে জিগীষা ও জিজীবিষা ।


মরণ তোমার দক্ষিণবাহু আমাকে জড়াতে চায় ,
বিজন বনের পাখি ও প্রাণীর ভয়
জীবনের ঘরে সিঁধ কেটে আজ চুরি করে সে কী পায় ?


সেই ডাক আমি কতকাল ধরে শুনেছি সাগর বুকে ,
খরতাপ আর ঝঞ্ঝার মাঝে জ্বলিতেছে রোষানল
আমার হৃদয় বহুকাল ধরে মৃত্যুকে শুধু ডাকে ।


সেই আহ্বান শুনেছি বসিয়া জ্বলে গেলে শোকানল ;
মনের আকাশ নীরবে হয়েছে কালো
জানি আমি তবু চিত্ত গহনে জ্বলবেই হোমানল ।


ভ্রান্তি তোমায় এবার করছি মানা ,
ঊষর ধূসর বালুকাবেলার স্মৃতি
আমার হৃদয়অন্তঃপুরে মরণের আলিপনা ;


মৃত্যুর ডাকে নিথর হবে না জীবনের আরাধনা ...


********************************************