দিনরাত্রি অবসিত হয় , অবসিত হলে  কয়েকটি বছরে ,
মিশে যায় স্মৃতিচিহ্ন , শবাধারে অশান্ত বেদনা ।
ঘুমের শান্তির স্বপ্নে ভোর হয় , ভোর হলে স্মৃতির কন্দরে  ,
পৃথিবীতে শুয়ে থাকে জীবনের কয়েকটি কামনা  ।


মানুষের শান্তিগুলি নিঃশব্দে কখন আসে মনের ভিতরে,
ফুলের সৌরভ  নিয়ে দিয়ে যায় জীবনের স্বাদ   ।
তখন বাঁচার গল্প , রূপকথা , স্মৃতি জাগে গোপন গভীরে  ,
পৃথিবী ছাড়তে হবে ভুলে যাই  ,ভুলে থাকি নিরাশা অগাধ  ।


শিশুর ঘুমের দৃশ্যে মনে পড়ে কতশত মানুষ মরে গেছে ,
ছড়িয়ে ছিটিয়ে  সবকিছু চলে গেছে কবেকার ভোরে  ।
রেখে গেছে পদচিহ্ন অতৃপ্ত বাসনা পড়ে আছে  ,
মান্ধাতা প্যাঁচার ডাকে মানুষ এভাবেই ফিরে  ।


***********************************************