পুরুষের আস্ফালন থেমে যায় মায়ের মমতার কাছে
            সেখানে রয়েছে শুধু স্নেহের পরশ
         পুরুষ পারে কি দিতে মায়ের মমতা ?
     রাতের শয্যাতে ঘুমপাড়ানিয়া গান শুনি তার মুখে  ,
     মায়ের মুখের বাণী আজো দেহে করে কানাকানি
                জীবনের পড়ন্ত বেলায় ।


              কত বীর মাতৃস্তন্যে হয়েছে লালিত ,
        ছেলে মেয়েদের দিতে পারে সোহাগ চুম্বন
             সযত্নে  পারে কাজলে সাজাতে ,
      মায়ের করুণা কেউ ভুলতে কি পারে রাতে ও প্রভাতে ?


         এখন সময় যেন মায়ের শোকাশ্রু নিয়ে আসে
         সর্বংসহা ক্ষুধাতুরা তার মুখ মনে আজো ভাসে ।
          সেখানে শান্তির ছায়া মনের মালিন্য কিছু নেই
         শুধু আছে সান্ত্বনার বাণী বাঁচার অভীপ্সা ।
          থেমে যায় রথচক্র মায়ের ভ্রুকুটি ভঙ্গীতে
           প্রসববেদনা হাসিমুখে পারে সে সহিতে ।


        পৃথিবীর মানুষের কাছে আমি এই বার্তা দিয়ে যাই
       নারীকে মা মা মা বলে ডেকে টেনে নিতে বুকে ।
          গর্ভধারিণী সে তার কাছে আছে বহু ঋণ


         মরণেও থেকে যাবে রক্তের সাথে হয়ে যাবে লীন ।


**************************************