( আজ সন্ধ্যায় বুকে অসহ্য ব্যথা নিয়ে সেই অবস্থায় একা গাড়ী
চালিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম । চেম্বারে বসে সেই অসহ্য
ব্যথা নিয়ে অন্যের কাছ থেকে কলম নিয়ে এই কবিতাটি লিখেছিলাম । )
**********************
***************
                  কত মায়া ডুবে গেছে সমুদ্রের জলে
  হঠাৎ পড়েছে চোখে ফলের মতোই থোকা থোকা মায়া ফলিয়াছে
                      সংসার গাছের কত ডালে ।
                 এখনো মায়ার বুকে কেঁদে মরে প্রাণ ,
                  কখন স্তব্ধ হবে জীবনের হাসি কান্না
        মুছে যাবে পৃথিবীর বুক থেকে সুখ আর বেদনার ঘ্রাণ ।


             সেদিন দেখেছি আমি ট্র্যাফিক জ্যামের মাঝে
                   কেঁদে মরে মায়া হয়ে অসহায় ,
         অন্ধ পুরুষ এক ধরেছে তার অন্ধ ঘরণীর হাত
          কেঁদে কেঁদে তারা দিগন্তের পথে হেঁটে যায় ।


                 শুধু দেখি  সংসার গাছের ডালে
          ফলের মতোই থোকা থোকা মায়া ফলিয়াছে ,
                    মৃত্যু হেঁটে চলেছে একাকী
                 মায়ার বুকেও সে ছড়িয়েছে ভয় ।
         অনেক মায়ার বুকে কেঁদে , আমি কেন কাঁদছি না
                     কাউকে তা বোঝাবার নয় ।


*************************************