( আমি স্বপ্নে দেবী সারদাকে যে রূপে দেখেছিলাম কবিতায় তারই
প্রতিফলন ঘটেছে । )
**************************************
                সমুদ্রের জল থেকে উঠেছিল মেয়ে
              হি হি করে হেসে ছুটেছিল বালুর উপরে
                    নূপুরের ঝম ঝম শব্দ করে ।
         বলেছিল কবি ,ছিনিয়ে নিতে পারো এই বীণা ?
           চেষ্টা করো আমায় তুমি ধরতে পারো কিনা ।
                দেবীর পিছনে আমি অনেক ছুটেছি
          হেরে গেছে সারদা , তাকে ধরেও ফেলেছি ।

                  তুমি তো চাও না কিছু কবি .
        কেন সারাদিন কবিতার বুকে এঁকে যাও ছবি ?
    অর্থ খ্যাতি দেহ-সুখ সচ্ছলতা কিছুই চাও না তুমি জানি
                   এরপরে কবিতাও ছাড়ো ।
                     এসো ,তৃণাসনে বসি ,
            কানে কানে বলি তোমাকেই ভালোবাসি ।
                  তুমি তো  নেবে না কোন বর
              বরং এক কাপ চা করে নিয়ে আসি ।

        একথা বলেই মিলিয়ে গেল মেয়ে ,সারদা আমার
           আমার মনের মাঝে দিয়ে গেল অপার্থিব সুর ,
             মনে হল পেয়েছি আমি হারানো মানিক
                      আর কেন ছুটি বহুদূর ।

*************************************