**************************************
         মানুষ হয়নি জয়ী অসত্যের পথ ধরে মূক বেদনায়
    চাঁদের কলঙ্কের মতো অসত্যেও লেগে আছে কলঙ্কের দাগ ,
          অসত্যের পথ বেয়ে এসেছে কি  কোথাও সোহাগ ?
          মিশে গেছে সব সুখ অসত্যের বুকে নিভৃতে কখন
   বার বার কেঁদে মরে প্রেমও সেখানে , রক্তাপ্লুত হয় শুভক্ষণ ।
            আজ অসত্যের বুকে সত্যও নিষ্প্রাণ হয়েছে
     মনুষ্য নামক প্রাণী নিঃশব্দে কখন অসত্যকে বরণ করেছে ।

           ভেবেছে অসত্যে সুখ , সত্য বলে  কিছু আর নাই
                তাই লুঠ করে নিতে চায় চাঁদের আলোক,
                        জয়ী হতে চায় ইহকালে
                       মিথ্যা শুধু করে কলরব ,
                      জানি তবু আসবে সেদিন
                 মৃত্যু এসে অসত্যকে  করবে নীরব ।

           সহস্র মিথ্যার মাঝে সত্য দেখি আজো অক্ষয়
           বেদনার ঢেউয়ে একদিন মিথ্যা ভেসে যাবে ,
                 সত্যনিষ্ঠ মানুষেরই হবে ঠিক জয় ।

***************************************