*************************************
             শত সহস্র যোনি পথ দিয়ে পৃথিবীর বুকে
                 বার বার আসিব না ফিরে আর ,
          দেখিব না মায়ের প্রসব যন্ত্রণা  , বেদনার ভার ।
           ধর্ষিতার কান্না আর কোনদিন শুনিব না আমি ,
             দেখিব না বারাঙ্গনার অশ্রু কত ঝরিতেছে
                    নিষিদ্ধ পল্লীর আঁধার গলিতে ,
            মানুষেরা মরিবার আগে কিভাবে মরিয়া যায়
               ইন্দ্রিয়ের ব্যবহার করে নিশ্ছিদ্র নিশীথে ।

          আর আমি কোনদিন দেখিব না ঘাসের আগায়
                     হাসিতেছে শিশিরের জল ,
         শিশুর মুখের ঘ্রাণ , মায়ের মমতা পাইব না আমি ,
       জানিব না কিভাবে মাথা কুটে মানুষের বাসনা নিষ্ফল ।
                 পৃথিবীতে বাসনা আর মায়ার টানে
                       বার বার মরিব না আর ,
                মায়ের মমতায় হৃদয় বীণার তারে
                কোনদিন  শুনিব না করুণ ঝংকার ।

             আমার  আত্মা এইবার মুক্তি  চায় , তাই
                 এইখানে আসিবে না ফিরে আর ,
             প্রসব যন্ত্রণার বুকে  অশ্রুসিক্ত বেদনায়
             সহিবে না   সহিবে না কোন কষ্ট শীতল মায়ার ।

************************************************