বারুদ খেয়ে উড়ে গেলে কাক
নামে চোখে নিঃস্পন্দ ঝিমুনি ,
উদ্ভিন্ন যৌবনা তুমি আঁধারে লুকিয়ে গেছে
দুটি চোখের বিলোল চাহনি ।
ধূসর মৃত্যুর ঠোঁট যতদিন না করে চুম্বন
কেন মেয়ে বিমর্ষ পাখির মতো বসে আছো
খুলে দিয়ে কবরী বন্ধন ?
বুঝেছি প্রেমিক দিয়েছে আঘাত ,
এখন সোনালী রোদে মিশে গেছে
হৃদয়ের অস্ফুট ক্রন্দন ,
বিস্ফারিত স্তন আজ রাত্রির মতন ।


এত শীঘ্র ভুলে গেলে জীবনের গান
জানি আমি উপেক্ষা করনি তুমি শরীরের আগ্রাসী আহ্বান
অবসাদে ঢাকা তাই তোমার হৃদয় ,
তবু জানি জীবনের রামধনু আজো কথা কয় ।
জীবন কাঁদছে জেনেও কেন তুমি  ভুলে যাবে
এই ঘাস নক্ষত্র আকাশ আর
ফসলের সম্ভার নিয়ে আজো হাসে জীবনে অঘ্রাণ ?
মৃত্যু আছে তবু প্রেম সর্বশক্তিমান ।


***************************************