তীর-বিদ্ধ পাখিটিরে বুকে ধরে ঘরে এসে
          বিপিন বসিল বিছানায় ,
ছোট মেয়ে কাছে এসে বলে তারে হাসিমুখে
        বাবা একে রাখবো খাঁচায় ।
বিপিন সেদিন থেকে পাখিটিরে যত্ন করে
         সুস্থ করে তুলে অনায়াসে ,
তারপরে একদিন মুক্তি দিল তারে বনে
       যেতে দিল অতি ভালোবেসে ।
মেয়েটি বাবাকে বলে কেন বাবা ছেড়ে দিলে
        রাখলে না পাখিটি খাঁচায় ?
দুধ ভাত খেতে দিয়ে দেখতাম আমি রোজ
           কেমন মধুর গান গায় ।


বিপিন মধুর হেসে মেয়েটির চুমু খেয়ে
       বলে মাগো তুই আজো শিশু ,
বন্দীদশা বুকে নিয়ে কত কষ্ট মানুষের
         ক্রুশবিদ্ধ মেদিনীর যীশু ।
************************************