রোদ পড়ে গেলে এখনো বিকেল হয়
মানুষ ঘরে ফেরে মৃত হরিণীর মাংস খুঁজে খুঁজে ।
সন্ধানে ফেরে কতিপয় মানুষ আজও
ফেলে রেখে শরীরের স্বাদ
তুচ্ছ করে চাওয়া পাওয়া  পৃথিবীর সম্পদ অগাধ ।
যদিও শরীর খোঁজে কামনার ক্লিষ্ট সমাচার
তবুও রোদ পড়ে গেলে মানুষ মুখর হয়
ফিরে আসে নির্নিমেষ আকাশের ডাকে
নিজেকে উজাড়  করে ঘরে ফেরা কাকের পদতলে ।
এ দেহের দাবদাহ নিভে যায়
করুণ শিশুর মতো রোদ পড়ে যায়
ছিঁড়ে যায় হিসেবের খাতা আর
মুছে যায় জরাজীর্ণ শরীরের ঘ্রাণ ।
বেদনার শত কশাঘাতে মানুষ আজও জানে
উত্থিত লিঙ্গের মুখে ধূপ ধুনোর গন্ধ পাওয়া যায় ।


****************************