উদ্ধত কৃষ্ণচূড়ার আড়ালে কে যেন হাসে
ভুলে যাওয়া স্বপ্নের মতো কে যেন আসে ।
সেই কোমলাঙ্গী মেয়েটির মতো অবিকল
এখনো বোঝেনি সে কী মেঘেরও ফুরিয়ে গেছে বৃষ্টির সম্বল ?


বুকের ভিতরে অকস্মাৎ বজ্র-নিনাদে কে যেন কাঁদে
নরম ধানের গন্ধের মতো লেগে আছে নির্নিমেষ চাঁদে ।
বৃষ্টির পূর্বাভাসে কোমল পাতাও স্তব্ধ হলো
বুকের ভিতরে সেই মেয়ে চেরাপুঞ্জির মেঘ নিয়ে এলো ।


পৃথিবীর এ এক আশ্চর্য স্তব্ধতায়
উদ্ধত কৃষ্ণচূড়ার আড়ালে আজও সে হাসে ।


***********************************