যা কিছু ভাঙ্গচুর হয়ে যায় দুর্মুখ পৃথিবীর বুকে
দুর্মর আবেগ আসে ভাঙ্গাচোরা সেই পথ বেয়ে
যে যায় কাঁদতে কাঁদতে কাঁটায় বিছানো পথে
সেই পথে ফুটে ওঠে ফুল ,
যা কিছু মানুষ দেখে অতৃপ্তির দুঃখের দহন
তা তো সৃষ্টিরই মূল ।
মাটির ফাটলে বীজ কোথায় লুকিয়ে থাকে কেউই জানে না
মাথা তুলে একদিন জানায় সে রয়েছে অম্লান ,
পত্র পুস্প গেয়ে ওঠে সৃষ্টির সুমধুর  গান ।
যে হাসি লুকিয়ে থাকে কান্নার আড়ালে
সেই এঁকে দেয় বসুধারা
ভাঙ্গচুর হয়ে যাক অতৃপ্তির দীর্ঘশ্বাস পড়ুক মাটিতে
ধ্বংস না হলে সৃষ্টি থেকে যায় কেবল অধরা ।


মুছে যায় অশ্রুকণা ছড়ায় মৃদঙ্গের বোল
ঢেউ ওঠে স্তব্ধতায় সৃষ্টির দুরন্ত হিল্লোল ।


***************************