টাকার থলির অঙ্গুলি হেলনে
বাঙ্ময় হয়ে ওঠে মূক দৃশ্যপট
জীর্ণবস্ত্র পরিহিতা ভিখারিণী হাসে ।
অধিক দক্ষিণা পাবে বলে পুরোহিতও
যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি মন্ত্র পড়ে ।
ধু ধু করা মাঠে হেসে ওঠে সোনার ফসল
মানুষের হাসি ও আদর সেই থলির ভিতরে
নিভে যায় ক্ষুধার অনল তারই কটাক্ষঘাতে ।
তবু আমি তোমাকেই একমাত্র সত্য বলে মানি না কখনো
দীন হীন হয়ে শুয়ে আছি কতকাল
শুনে যাবো বলে অসীমের আকুল আহ্বান ।
মানুষের কাছে অনেক আদর পেলেও
ঈশ্বরের কাছে অতি তুচ্ছ তুমি ।
তোমাকে ছাড়াই সেইটুকু ভক্তি-সুধা পেলে
পৃথিবীর বুকে পথে ও প্রবাসে
মরে যেতে পারি আমি বিনা চিকিৎসায় ।


পাই যদি শিশুর অন্তর
তোমাকে উপেক্ষা করে মরে যাবো
মাঠ ঘাট নক্ষত্রের বুকের ভিতর ।


********************************