মানুষ নিজের পকেটের টাকা
সামলাতে  সামলাতে জীবনটা কাটিয়ে দিলো
তোমাকে কেউ জানলই না।
দূর থেকে  তোমার কালো রূপ দেখেই ছুটে পালালো
কাছে যেতে সাহস করলো না,
অথচ তোমার বুকের ভিতরে গেলেই দেখতে পেতো
রূপোর খনি, সোনার খনি, হীরার খনি,
শুনতে পেতো অলৌকিক স্বর
স্বর্গীয় আনন্দের গান।
নিজেদের বাচ্চা সামলাতে সামলাতে
জীবন কাটিয়ে দিলো


মানুষ তোমাকে জানলই না।