( জাস্টিস অভিজিৎ গাঙ্গুলীর উদ্দেশ্যে)
আমি মৃত্যুর কাছে চাইছি
ধার করা কিছুটা সময়
অনেকটা পথ যাওয়া বাকি
জীবনকে দেখেছি কতখানি?
বিচারকের আসনে কত মুখ,
এসেছে আদালতে সন্মুখে!
স্বার্থহীন মানুষ খুঁজে পেলাম না,
তাদের মাঝে!
জীবনের গতি নদীর জোয়ার ভাটা
কখনো শুকনো কখনো ভর্তি
কখনো বৈশাখী ঝড়
মনকে করে উত্তাল
আমি যে একা
লড়বো কতক্ষণ?
তবুও তো আমি
সততার পথে থেকে
মূল্যবোধের লাঠি সাথে নিয়ে
নতুন সকাল আসবে বলে
তারই অপেক্ষাতে!!