হে মনুষ্য তুমি কেন
অকারণে কর বৃক্ষছেদন
তুমি কি জানো না
তাতে ধ্বংস হবে কত মানব জীবন ?
বৃক্ষ দেয় ঠাণ্ডা বাতাস, অক্সিজেন
আরও কত শত,
হে মনুষ্য তুমি কি জানো না
তাতে জীবন বাঁচে শত শত ।
বৃক্ষহ্রদয় জ্বালানি, খাদ্য আর ধন
তা কি তুমি জানো না ?
তবুও তুমি কেন
আপন স্বার্থে কর বৃক্ষছেদন ।
যদি তুমি না পারো
করিতে বৃক্ষ বপন
তাহলে তুমি কখনোই
অকারনে কোরো না বৃক্ষছেদন
বৃক্ষ দেয় মনুষ্যকে জীবন
তেমনি বৃক্ষ ছাড়া মনুষ্যের হয় মরণ
একথা যেমন করো অজানা নয়,
তেমনি বৃক্ষছেদন করা উচিত নয় ।।