শীতকুমারী,আমার সাথে মান অভিমান ঝগড়া ঝাটি ,
ভায়োলিনে সুর তুললেই দু'চোখ ভরে জলের বাণ ;
শীতকুমারী, বাসে ট্রেনে ট্রামে অটোয় তোর মুখটি
জামায় জামায় বুক পকেটে তোর মুখের ই ধ্রুপদী গান !
.
শীতকুমারী, রাত জাগা চোখ গোলাপ-ছোঁয়া এক ফালি মন ,
টেবিল চেয়ার জামা কাপড় ঘর জুড়ে সব মুখের ছবি ,
শীতকুমারী, পদ্ম-পায়ে এঘর ওঘর ফুলের ছোঁয়া ,
কাগজ কলম রং পেন্সিল কাঁদতে গিয়ে হঠাত কবি !
.
শীতকুমারী, দিন কাটেনা , ক্যালেন্ডারের পাতায় চোখ ,
এমাস ওমাস যাচ্ছে তবু ফেরার মাস টা দুষ্টু বালক ;
শীতকুমারী, বারান্দাতে রাস্তা দেখে মন ভরেনা ,
ফোন বিলাসী বিছানাটার একেকটা খসছে পালক !
.
শীতকুমারী, উদাসী মন আগুণ ছ্যাঁকা রান্না ঘরে ,
পূব দিকের ওই জানলা দিয়ে সকাল সকাল সূর্য্য মাখা ;
শীতকুমারী, বুকের বাঁদিক হাত দিয়েছে অসংখ্য বার ,
দু' হাত দিয়ে ফেলতে গিয়ে বুকের কাছে জড়িয়ে রাখা !