তোমার বাক্সে কিছু ময়লা জমেছে ,
সাফ করে নিও !
আবর্জনার স্তুপে কিছু স্মৃতি থেকে যায় ,
ময়লা জমতে জমতে পুরোনো হলে
সবটাই হয়তো স্মৃতি হয় ;
কিছু বিরক্তিকর স্মৃতির নাম ইতিহাস নয় ;
তোমার বাক্সে কিছু স্মৃতি জমেছে ,
সাফ করে নিও !
*
তোমার ঘরে কিছু রাত জমেছে ,
আলো জ্বেলে দিও !
রাতেরা শুধু মোহময়ী নয় , বিশ্রীও হয় ,
রাতেরা জমতে জমতে কালো হলে
কুয়াশা নেমে আসে ;
কিছু অন্ধকার কুয়াশার নাম উষ্ণতা নয় ;
তোমার ঘরে কিছু কুয়াশা জমেছে ,
আলো জ্বেলে দিও !
*
তোমার ছাদে কিছু শুকনো গোলাপ ,
ঝাঁট দিয়ে দিও !
গোলাপ শুকিয়ে গেলে বড় বিষাদময় ,
গোলাপ জমতে জমতে স্তুপ হয়ে গেলে
তুমি প্রশ্বাস নিতে পারবেনা ;
কিছু এড়িয়ে যাওয়া কষ্টের নাম ভালবাসা নয় ;
তোমার ছাদে কিছু ভালবাসা জমেছে ,
ঝাঁট দিয়ে দিও !
*
তোমার বিছানায় কিছু মরা প্রজাপতি ,
চাদরটা পাল্টে নিও !
প্রজাপতিরা বিষাক্ত ও সুন্দর হয় ,
জমতে জমতে মরা প্রজাপতিরা
ছাই হয়ে যায় ;
কিছু চোখ-ঝাপসা ছাই এর নাম প্রেম নয় ;
তোমার বিছানায় কিছু ছাই জমেছে ,
চাদরটা পাল্টে নিও ,
তোমার বিছানায় কিছু প্রেম জমেছে ,
ভালো করে সাফ করে নিও !!