মানকুমারী, রাস্তা ঘাটে, দোকান বাজার আর ফুটপাথে ,
এঁদো গলির ফুচকা জলে , কলেজ স্ট্রীটের বইএর স্টলে;
শ্যামবাজারের মোড়ের মাথায়, উল্টোডাঙার স্টেশন ছাতায়,
বটানিক্সের বটের তলে, সপ্তমুখী নদীর জলে !
.
মানকুমারী, প্লাটফর্মে, এই শীতে আর এই গরমে,
ঘুগনিওয়ালার হাঁড়ির কাছে, মনজিনিসের বাহারি কাচে;
ঘিঞ্জি শুক্রবারের হাটে, শূণ্য বিদ্যাধরীর ঘাটে,
সাগর-জলে মাছের চোখে, সায়েন্সসিটির ফোয়ারা-নাচে !
.
মানকুমারী, ভিড়ের বাসে, ফাঁকা ট্রামে একলা বসে ,
রাত বারোটার শুন রাস্তায়, ভিড়ের সকাল প্লেট পাস্তায়;
রেস্টুরেন্টে সব খাবারে, রোজ সকালে সব খবরে,
ফুটপাথিয়া জিনিস পত্তর , সব কিনছে খুব সস্তায় !
.
মানকুমারী, শ্যামলা বরণ, তার হাতে সব জীবন মরণ,
লাল কমল ও ইন্দিবরের, সব রাঙানো ওই শরীরে;
দু' পায়ের ওই পদ্ম পাতায়, রামধনুরও রং চমকায় ,
বুকের মাঝে রঙীন পাতা, বাজছে ক্লাসিক ছন্দ সুরে !
.
মানকুমারী থাক যেখানে, রংএর হোকনা যাহোক মানে,
ভীড়ের মধ্যে দাঁড়িয়ে বসে, আসল কথা , কোথাও না সে ;
রাস্তা জুড়ে অসংখ্য মুখ, স্বপ্ন জুড়ে দিগন্ত সুখ,
আসলে সে বুক পকেটে, ভালবাসে কাঁদে হাসে !