দশ ফুট বাই ন' ফুট ঘরে,
সেলফি তোলা ঘুমের ঘোরে,
ফোনের বাক্সে আঙ্গুল নাড়ানাড়ি;
দিন রাত্তির ঝগড়াঝাটি,
এই আছে, এই কাটাকুটি,
তার প্রেমিকের আজব গাঁয়ে বাড়ি !
.
বদ প্রেমিকের আজব নেশা,
ভালবাসা সর্বনাশা,
রেলিং ধরে দাঁড়িয়ে থাকে কাছে ;
কীসের ঘোরে, রান্না ঘরে,
বেখেয়ালে আঙ্গুল পোড়ে,
রেলিং শেষে গভীর খাদ এক আছে !
.
ভিক্টোরিয়া জানেনা সে,
নেই সে মেট্রোপলিস রেসে,
নেহাৎই প্রেম সপ্তমুখির জলে;
প্রেমের লিরিক সে পড়েনা,
তার গলাতে গান আসেনা,
চিড়িয়াখানা কলকাতাকেই বলে !
.
মানকুমারীর বেশ ঝামেলা,
এমন প্রেমিক রোজ দু'বেলা,
বুকের মধ্যে ঘর বাঁধছে এসে;
কোথাও যেন একটা নদী,
ঢেউ তুলেছে নিরবধি,
দেহাতি জল পাড় ভাঙছে শেষে !!