যখনই পথ বিস্মৃত হয়েছে
তখনই নেমেছে আঁধার
কূলের তরী অকূলে ঠেকেছে
জীবন হয়েছে ভার।


তখনই হয়েছে অনুভূত
জীবন কাহারে কয়
এতদিন যারে জেনেছি প্রানের উৎসব
সে আজ বিচলিত, ধারন করিছে ভয়।


প্রানের সেতারে বাজেনা সুর
শুধু গভীর আর্তনাদ
অমৃত পুরুষ আজ পুরুষত্বহীন
মাখিছে তমসা রাত।


যা ছিল কাল এ শীরে তাজ
সে আজ কন্টক ক্লেশ
বিঁধিছে শীরে মর্ম তীরে
দীন, হীন জাগাইছে নিস্ব বেশ।


নতুন চেতনা বাঁচিবার লাগি
লুটাইছে ধূলায় মাখিয়া দোঁহে
আপনারে আজ মিছে লাগে বুঝি
সম্মুখ ডাকিছে মৃত্যু মোহে।


কে আপনার কে বা পর
মিলায় সবে শূণ্যে
একা শুধু সে বিস্মৃত জীবন
ক্ষুধিত পাষান অরণ্যে।