এ বৃক্ষ আমি তোমারি মাঝে বাঁচিতে চাই।
     তোমার এই পুষ্পিত কাননে
           জীবন্ত হৃদয়-মাঝে যদি স্থান পাই। তুমি করেছো এ পৃথিবীকে সবুজে-সবুজময়,
   তোমা ছাড়া এ মুগ্ধ অঙ্গ পৃথিবীতে আর
              কাহারো নাই।
  আমি তোমারি কাছে সর্বদা করি মাথা নত,
       তুমি আমাদেরই মাঝে বাঁচিয়া      
              থাকো অবিরত।
       তোমারি জন্য বেঁচে আছি আমারা এ মানবেরা,
     তবুও যারা বোঝেনা তোমায়,      
         কেটে যায় অনবরত
                  তাদের দিও তুমি জ্ঞান।
যেন, একদিন তারাও করে তোমার
                জয়গান।
তোমাকে ছাড়া মৃত এই পৃথিবী, সুন্দরহীন এই ভূবন  তবুও কেন যে তারা বোঝেনা
              তোমার বেদনা, অভিমান।
   কিন্তু তুমি চলে যেওনা          
                          আমাদের ছেড়ে,
তাদেরকে করো ক্ষমা যেন তারা বোঝে
           তোমার বেদনা।
  ভালো থেকো তুমি, ভালো রেখো এই
                  মানবজাতিকে,
    চিরদিন বেঁচে থেকো এই পৃথিবীতে।