তোমাকে  পাওয়ার  জন্যেই  আমার  এ
           আর্তনাদ ।
     তোমার জন্য বিভর আমি,
           সংখ্যাহীন আমার এ সংসার ।
তোমার সুদীর্ঘপল্লববিশিষ্ট দুটি কালো চোখ
ব্যাকুল করেছে হৃদয় , চঞ্চল করেছে মন ।
তোমার কালো চোখকে যেন কিছু তর্জমা
                   করিতে হয় না -
   মন আপনি তাহার উপর ছায়া ফেলে;
ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত
               কখনো মুদিত হয় ,
    কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া উঠে;
     কখনো ম্লানভাবে নিবিয়া আসে ,
কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে
                 চাহিয়া থাকে ।
   তোমার মুখের ভাষা শোনা হয়নি আমার
     কিন্তু পড়েছি তোমার চোখের ভাষাটা ।
সে যেন অসীম উদার এবং অতলস্পর্শ গভীর -
         অনেকটা স্বচ্ছ আকাশের মতো ,
উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি ।
  তোমাকে দেখার সাধ্য নেই যে আমার ;
যখন রুদ্র মহাকাশের তলে , সুবিস্তীর্ণ রৌদ্রে
          তোমার ছায়া এসে পড়ে ;
     তখন তাকিয়ে থাকি অবাক দৃষ্টিতে ।
আমি কি তোমার পাশে বড্ড বেমানান?
          তোমার শূন্যতায় আমি যে                
             নির্জন দ্বিপ্রহরের মতো
                শব্দহীন ও শঙ্গীহীন ।
     নিস্তব্ধ বোবা  প্রকৃতির মাঝে ,
              দাঁড়িয়ে আমি পূর্ণতার খোঁজে
সে পূর্ণতা যে তোমারই পদাঙ্কে ।
     আমি যখন তোমার পাশ দিয়ে যাই
       তখন তুমি হয়ে যাও ছায়াময়ী মানবী ,
ছায়ার মতোই ম্লানিমার ঐশ্বর্যে মহীয়সী          
                  কিন্তু ধরাছোঁয়ার অতীত
       শব্দহীন অনুভূতিহীন নির্বিকার।    
             তুমি অনুভব করতে পারছো          
   আমার এই তুচ্ছ লেখাগুলো ,   এসব যে
  তোমার
     ক্ষুদ্র অংশ তা যে নেই আমার অজানার ।