কবিতা হিসেব কষে
বসে  শিয়র ঘেঁষে
হৃদযন্ত্রে চালায় লাঙ্গল ফলা।
আমি থাকি নিশ্চেতন
কোথা উত্থান কোথা নমন
মেটেনা অপ্রাপ্তির জ্বালা।


আল ধরে হেঁটে যাই
দুপাশে যত তাকাই
শুধু মাঠ, ধু-ধু মাঠ উষর।
ক্ষেত্র বাছতে হায়!
বেলা যে গড়িয়ে যায়
মাঠ থাকে যেমন নিথর।


সৃষ্টি দূরাকাশে ভাসে
দেয়না ধরা প্রশ্বাসে,
“কোথাকার কবি তুমি! কোথাকার?
পারোনা করতে চাষ
ফলাও শুধু মোটা ঘাস
কোথা স্বর্ণ-শস্য তোমার?”


“সত্যের পানে চাও
চারণক্ষেত্র বেছে নাও
আঁকড়ে থাকো অটল বিশ্বাসে।
আবাদ হবে সফল
ফলবে সোনা-ফসল
সত্যালোকে চেতনা প্রত্যুষে।”