দুঃখের ছবি;--
শীর্ণ দেহ, ঘোলাটে চোখ, অনাহারের মুখ
বিকিয়ে যায় নিলামে; আকাশ ছোঁয়া দামে,
একই চক্রপথে জায়গা পায় রক্তচোষা বাদুড়ের পাশে,
আকাশে ওড়ে শকুন
ফিরে আসে ‘আমলাশোল’।


একদিকে নেশাধরানো নাইটক্লাব;
রঙীন নিয়ন--উদ্দাম সঙ্গীত--তরঙ্গায়িত শরীর,
অন্যদিকে জ্বলছে অনাহারে মৃত মানুষ;---
বাতাসে পোড়া মাংসের গন্ধ।


বিখ্যাত চিত্রকরের ছবি;
সভ্যতা-অসভ্যতার আলোআঁধারি,
বাইরে রঙিন বিজ্ঞাপন;
নিলামে চড়ছে দাম।


ইচ্ছে হয় ছবির রঙের মধ্যে ডুবে
দুর্মূল্য রঙ ছিনিয়ে আনি
বিলিয়ে দিই অনাহারের জগতে ,
পরে থাক নিকষ কালো অন্ধকার
কোটি টাকায় কেনা ড্রইংরুমে টাঙানো ক্যানভাসে,
জীবনের ক্যানভাসে ফুটে উঠুক গরম ভাতের ঘ্রান......


©জয় গঙ্গোপাধ্যায়
১৪/০১/২০১৫