পুড়ছি আমি পুড়ছ তুমি
জ্বলছে চামড়া হচ্ছে ছাই
হৃদয় বুঝি পুড়ছে এবার
শীতল ধারা কোথায় পাই!


জ্বালিয়ে আগুন করছে খেলা
মানুষ নয়; শয়তানের দল,
আগুন নিয়ে খেলার নেশায়
কেবল আছে নাশের ছল্‌।


নেভাতে আগুন পারবে তুমি
শিখেছ সেই মন্ত্রখানি?
যে মন্ত্রে ফুটবে আবার
চিরন্তন প্রেমের বাণী।


প্রদীপ জ্বলে; নয়তো মশাল
নয়তো পোড়ে বুড়ির ঘর,
ফাগ লেগেছে দ্যাখ্‌ আকাশে
উঠবে বুঝি প্রেমের ঝড়।


ঝড় উঠেছে; মনপোড়া ছাই
উড়িয়ে নিয়ে যায় কোথায়!
শরীর নাই; মনও নাই
সবই ভরে শূন্যতায়।


জ্বলছে আগুন ধিকিধিকি
মন পুড়েছে; ছাই ওড়ায়,
শূন্য দেহেই হবে মিলন
ফাগুনের এই পূর্ণিমায়।