বেঁচে আছি,


বেঁচে আছি গোলোকধাঁধার মত জেগে থাকা গলিগুলোর কোণায় কোণায়, একটি পয়সার জন্য আহাজারি করা এক ভিখারীর বিরুদ্ধে আরেক ভিখারী হয়ে,


বেঁচে আছি যেন রাতের আঁধারে মানুষের মত বেপরোয়া হয়ে ওঠা ছারের বিরুদ্ধে আরেক ছার হয়ে,


অথবা অসূর্যস্পর্শা সোনালি কোনো তেলা, জীবনের বিধ্বস্ত নিশান উড়িয়ে,


কিংবা অন্ধকারে পোকাস্বল্পতায় ভুগতে থাকা কোনো দেয়ালের ওপরে, আরেক টিকটিকির বিরুদ্ধে একটি টিকটিকি হয়ে,


নতুবা বেঁচে আছি সবাই এই বিল্ডিং-এর জঙ্গলে স্যাঁতাধরা কোনো গাছের প্রশাখা আঁকড়ে থাকা বেবুনের মত,


বেঁচে আছি, বেঁচে আছি এক পুঁজিবাদী সমাজের বুকে কীট হয়ে, না কি কোনো ক্ষত হয়ে?