পৃথিবী বড় বিচিত্র ময়,
মানুষের আবেগ কাল্পনিক মেঘ, কোথাও স্থায়ী নয়।
মানুষ এখন আত্মকেন্দ্রিক চিন্তাতে নিমগ্ন।
ঐ যে আবহাওয়া পরিবর্তনের ন্যায়,
কখনো বৃষ্টি আবার কখনো সূর্যের প্রখর উত্তাপ।
কখনো কালবৈশাখী ঝড় তো আবার বসন্তের মৃদু বাতাস।