কোন সে তরুণ বাংলার ভূমি রক্ষা কোরবে
তাজা প্রাণ ক্ষয় কোরে বাংলার মান রাখবে।
সে সেই তরুন রক্ত গরম সেতো জাগবে
কাপুরুষ নয় নয়তো ভীতু বাংলার মান রাখবে।
বুকের তাজা রক্ত ঢেলে বাংলাকেই সাধবে
প্রীতির বন্ধনে বাংলাকেই বাধবে।


কোথা সে বাঙ্গালী তার দেশ রক্ষা কোরবে
সত্তুর দলে ভাগ হলেই বা কে বাংলায় থাকবে?
হে বঙ্গ তরুণ তোমায় এক কাজ করা লাগবে।
বাংলার ভাইয়ে ভাইয়ে মিলন তুমিই ঘটাবে।
আকাশ বাতাসে এ ধ্বনি কে রটাবে?
তোমার আমার এ ইতিহাস মায়ের মন ভরাবে।


এখনই সময় রুখে দাঁড়াবার সত্য কে রুখবে?
হে বঙ্গ তরু বলে দাও তারে ভয় কিসে কোরবে!
এ নিখিলে তুমি নিচ তব নিচ হয়ে থাকবে?
ভাগো ভাগ্য তব খুলো বের হও ভাগ্যটাকে গড়বে।


লড় লড়তে হবে জুলুম অন্যায়ের বিরুদ্ধে
এবার জয় জয়কার হতেই হবে রক্তিম যুদ্ধে।
তবুও যদি না পারো হে বঙ্গ তরুন থাকো নিস্তব্ধে
খাবে তোমায় ভোজন রাজা জালাতন অব্দে অব্দে।


হুশ যদি না হয় এ কবিতায় কবে হুশ হবে?
মিলের চেয়ে অমিলে পরাজিত মিলবে।
খুলে দেখো আখি জালাময় পাখি
শান্তি নয় অশান্তির খোরাক দেখি।
এবারতো বাংলা মাকে রক্ষা কোরো
জীবন বাজী রেখে বাংলার রক্ষায় লড়ো।


ঐ দেখো তারা চায় তুমি মরো
এ বঙ্গ রক্ষায় হাতে হাত ধরো।
সুখ কি মিলিবে না তোমার?
জুলুম কে তুমি কোরে দাও ছাড়খার।


বিজয় আসিবেই এবার হাতে তোমার
রক্তিম সূর্য উদয় হবেই হবে এবার।
সোনার বাংলায় আছে সরলমনা সোনার মানুষ
বঙ্গ সোনা চাহিনা রাখিতে মোরা কি বেহুশ?


একদল সত্যান্বেষী মানুষ ডাকে সত্য কায়েমে
নিজের বুদ্ধি নিজের ঘরে বন্ধি আমি নাই যে কামে।
তাইতো তারা বলে এক হও এক হও একতেই জয়।
হাজার শত্রুও পারবেনা করিতে পরাজয়।


মোহাম্মদ হাবিব বেন আব্দুস ছোবান।