মনে পরে সেই দিনের কথা?
ও যে সবুজ প্রকৃতির মাঝে,
গ্রামের কাঁদার রাস্তায় হাটছিলাম।
হয়ত তার আগেরর দিন,
অঝোরে বৃষ্টি নেমেছিল।
ধুলা গুলো দমে-কাদা একেছিল ঘন।

হঠাৎ তুমি পিছলে পরলে,
আমি খুব কষ্ট পেলাম জানো,
তুমার অভিমান দেখে- পাজামা কাদাঁয় নষ্ট।
তুমাকে প্রথম স্পর্শ আমার সেইদিনই
পায়ে খুব চোট-
আমার কাঁধে ভর দিয়ে চললে।
অনেক ভাল লাগছিল জানো?
যেন এমন করেই আমায় ভর দিয়ে থাক।
তার পর সেই পায়ের ব্যাথায় অতিষ্ট
হয়ে তুমার জিবন।
শহরে ফিরে গেলে- যেন আর মনে নেই,
সে দিনের কথা।
তারপর আবার এলে বছর তিনেক পর
দুর থেকে দেখে খুব প্রশান্ত হচ্ছিলাম।
যবে শুনলাম,
কালো কোট পরা সাহেব তুমার স্বামি
ও ফুট ফুটে বাচ্চাটা তুমার খুকি,
এ হৃদয় সত্যি ভেঙ্গে গেল।
     আমি হলাম মরনাত্তর দু:খি!!!