তোমার তটে আমার জাহাজ
               ভিড়েছিল একদিন,
চোখের পাতায় রচিত স্বপ্ন
                    এখন সে দুর্দিন।
কৃষ্ণপক্ষে মাঝি-মাল্লারা
              বাড়িতেই থাকে ব্যস্ত
শত প্রণয়ের গোপন কথাটি
             কখনও যেত না অস্ত।
দূরে শোনা যেত ফজরের আজান
              মৃদুভাবে ভেসে আসে,
জানতে চাইতে কালকে আসবে
              কীভাবে কেমন বেসে?
গাঢ় বাদামী কখনও বা নীল
               কুসুমের রঙে রাঙা,
গ্রীষ্মের দিনে কখনও বা হত
                ছোটাছুটি আলভাঙা।
দৌড়ে দৌড়ে অনেক দৌড়ে
                রুবিনাকে ছুঁয়ে ফেলা,
মনের গ্রন্থ আজও বলছে
              অনেক করেছি খেলা।