এই পথে হেঁটে গেছি কত বার
আমার শবযাত্রার সাথে
প্রতিবার  পিছনে পড়ে থাকি
আর পৌঁছে দেখি বন্ধ গোরস্থান।
কবরে অখিল পাখির বাসা
পাখিরা স্বপ্নের মত ডিম পাড়ে
আমার গোরে।বুকে পাজরে
আমি যেন এক বৃদ্ধ কাক
বিরস সন্তাপে দেই তা।
ডিম ফুটে উড়ে যায় পাখি
বেহেশতে্র বাগানে
আমার দিকে ছুড়ে দেয় গন্দম ফল।
আমি খেয়ে বাঁচি আরো
পরিপাটি মরিবার লোভে।
প্রতিবার মৃত্যু-মৃত্যু খেলায়
মমির কাফন গায়ে
আমি এক মোমের পাখি।
অথচ পাখি হতে পারিনি এমনি
কাক অথবা শকুন।
পাখির ভেক নিয়ে কাকতাড়ুয়া হয়ে
দাড়াবো গোরস্থানে
তবু একটি কবর একান্ত আমার হোক।