বালির বাসনা থেকে উড়ে আসে অশ্রুর ইন্ধন
চোখের ব্যবচ্ছেদে কাঁচা কাচ----
জলের অনুগামী আমি এক সোনালী মাছ
উজানের কারিকুরী কানকোয়----
জলের কম্পন স্মৃতি, অতল মায়া....
গাছের সিজদার ছবি জলে আঁকা,
ভুলে উড়ে আসে  প্রিয়া--- নদীর নৈকট্যে;
চাঁদ বুড়ি সুতা কাটে আর ছুড়ে দেয়
জ্যোৎস্নার সওয়াল জওয়াব
বালিয়াড়ি উড়ায় আমার গোপন অভিপ্রায়
জলের সীমান্তে  মসগুল অভিন্ন খোয়াব--
তীরের তরজমায় মরে যায় নদী
সমস্ত মৎস কথন উড়ে যায় যদি
কি থাকে তার পলির হতাশা ছাড়া......