১.জল ছাপ---


প্রপাত রেখে গেছে--
ক্রমাগত ঢেউ সান্ত্বন সুকৃতি--
অখিল জলে ঘুমন্ত তিথি--
জল পরী চোখ গেল পাখি
হয়ে উড়ে ছিল আঁধি জলে,
প্রপাত রাখা আছে দোয়াতে
পালকে লেখা হবে পাখির সন্তরণ।


২.এন্টিক--


ময়ূর মুখ লাঠি---
হাত বদলে বদলে
দেয়ালে নিবদ্ধ,
কত টুকু বার্নিশ
বাকি আছে আর?
জামিনদার ঘুণ-পোকা
আড়ি পেতে আছে
কড়িকাঠে।


৩.বুমেরাং ---


তোমার ছোড়া বাণ
ঢাল ভেবে পেতে দিয়েছি মাদল
তারপর  তান হয়ে ফিরে গেছে
সপ্তক বুমেরাং।


৪.বৃত্ত---


অঙ্গুরীয় ছাপ
ঘসে ঘসে ছিড়ে গেছে
পিতামহ আলোয়ান,
চৌকাঠে ঝুলানো নথি
যুবতীর নথ---
সাতাশ বছর পরে
শিশুর কপালে কালো চাঁদ
জননীর আঙ্গুলে কনক প্রভা
পিতার কাঁধে পিতামহ আলোয়ান।