পরিযায়ী রীতি মেনে---
পাখি বোনে কঠিন চিবর ;
লাল পিঁপড়ের সাকো ঠোঁটে নিয়ে
উড়ে যায় মাতৃ-কাক
শিশুর শীত-বোধ
মুছে দেবে জননীর ইতেকাফ---


নখের আঘাতে ছিড়ে গেলে মেঘ---
কুয়াশা বোন----দু ফোঁটা জল রেখে যায়
ভাইয়ের সিথানে।


লেবু-চোখ পাখি পরিধি ঘুরে
মহান শীত রাত নিয়ে আসে নিড়ে
অলিন্দ থেমে আছে এক রোখা বিন্দুতে----
এই যে এমন নদী জ্যোৎস্নার পিচকারী
বালিতে মিশে আছে হুহু জলের শীৎকার
এভাবেই মৃত্যুর আনন্দে মিছে গেছে কেউ।


ঝাউ বন নিভে আসে
শীত ঘুমে তাবত্ পড়শিরা
ছাতিম ডালে বৃদ্ধা কুয়াশার লাশ
যেখানে বসতি লাল পায়রার
আঙিনার আমোদ যেন শিশু এক
কোচরের সাদা মেঘ
ছড়ায় নদীর সকাল বিকাল দুই পাড়ে---