কোন বাজারে বিকায় সখি শ্যাম কালিয়ার বাঁশি,
সই গো শ্যাম কালিয়ার বাঁশি
আমি বাঁশি হইয়া যাইতাম সেথায় থাকতাম আশায় বসি।


কত রঙ্গের বাঁশি সই গো বিকায় সে বাজারে,
সই গো বিকায় সে বাজারে,
আমি বিনে টাকায় হইতাম বিক্রয় পাইলে তাহারে,
কালার প্রেমের সুর তুলিয়া বাজতাম যেমন খুশি,


কালায় বাজায় বাঁশের বাঁশি আমায় চিনে না,
সই গো আমায় চিনে না
পাইতাম যদি তারে কাছে করিতাম মানা,
দিনে রাইতে যখন খুশি বাজে পোড়া বাঁশি।


আমি হইলাম কুলো বালা নামটি আমার রাধা,
সই গো নামটি আমার রাধা,
বাঁশির সুরে পরান দৌরায় আমি থাকি বাধা,
কালার বাঁশির দোষে আমি হইলাম কুলনাসি।