ত্যাগেইসুখ
মোঃ হাদসুর রহমান


ভোগেতে নাইরে সুখ
সুখ আছে ত্যাগেতে।
প্রকৃত সুখ কভু
মিলেনা এ জগতে।


সুখ যদি চাও তবে
ত্যাগ শিখো  আগে।
প্রকৃত ভোগ তখন
মিলে যাবে ভাগে।


পরিক্ষা ছাড়া যেমন
হয়না বাছাই।
ধন দিয়ে করেন প্রভু
মানব বাছাই।


জগৎ  টাই হল এক
পরিক্ষার হল।
পরকালে পেয়ে যাবে
তার ফলা ফল।


ক্ষণিকের এ সুখ তুমি
ত্যাগ কর যদি।
অনন্ত ভোগের দিন
পাবে নিরবধী।