টাকাতে সারেনা রোগ
সারে রোগ সেবাতে
আয়ু যদি শেষ হয়
কে পারিবে বাচাতে।


রুগি নিয়ে ভুগা ভুগি
সব হত বম্ভ
একটুতেই কুপো কাত
কিসে এত দম্ভ।


রোগ শোগ দিয়ে প্রভু
পরিক্ষা করে নেয়।
হতাস না হয়ে কভু
তব সেবা কর ভাই।


করিলে রুগির সেবা
মিলিবে রতন।
তাই সবে মিলে ভাই
কর হে যতন।


বিদ্রুপ করোনা ভাই
অন্যের দুঃখেতে।
ঐ রোগ তোমার ঘরে
পারে ভাই আসিতে।