এ যুগের নারী বশে থাকেনাত শুধু ঘর সংসার নিয়ে,
জীবন তাদের বদলে গিয়েছে শিক্ষার আলো পেয়ে।
শিক্ষা এমন পরশ পাথর বদল গিয়েছে তারা,
পুরুষের কাছে হারেনিকো নারী হয়নীকো দিশেহারা।
সে যুগ বদলে গেয়েছে যেখানে নারী নির্যাতিত হত দিনে রাতে,
এই যুগে নারী এখন সমাজ গড়ে পুরুষের সাথে সাথে।
আদিযুগ নয় এ সূচনা এ যুগের নারীরা করেছে শুরু,
পুরুষ সমাজ কে হার মানিয়ে নারীরা হয়েছে গুরু।
নারীর চেয়ে বড় নাক পুরুষ করেছে তা  প্রমাণ,
নিজেদের কে   প্রতিষ্ঠা করে ছিনিয়ে এনেছে  সম্মান।
  নারীরা এখন দেখিয়ে দিয়েছে তারাও  সৃস্টি  জানে,
পুরুষ নারী সমান সমান  সবাই  এখন মানে।
সে যুগের নারী করছে শুধু পুরুষের দাসত্ব,
এ যুগের নারী মানে নিক হার তারা এখন শক্ত।
মনে পড়ে কি দেশ স্বাধীনের একাত্তরের কথা,
নারী দিয়েছিল শক্তি সাহস ইতিহাসে আছে  গাথা।
সত্যের পথে ন্যয়ের পথে চলতে শিখেছে তারা,
অন্যায় কে প্রতিবাদ  করে এগিয়ে গিয়েছে  তারা।
দাশী বলে আজ নারীদেরকে করোনাক আর হেও,
মহীয়শী সেই নারীদেরকে স্বরন  করিয়া যেও।
এ বিশ্বে মহৎ যা কিছু হয়েছে সৃস্টি,
খুজে দেখ দেখি সেই সবিই  কাজে ছিল মহান নারীদের দৃষ্টি।