নিল আকাশে হাজার তারা তারার ছড়াছড়ি,     পাই নী মাগো ভিন্ন  কিছু তবু খুজি মাগো তোমর  মুখ খানি।                  
শিশির  ভেজা ঘাসের উপর পা টা যখন ফেলি,
তেখন মাগো মনে হয় তোমার কোমল  ছোঁয়ার পরস পেলাম বুঝি।
সকাল বেলায় পাখির গানে ঘুম ভেঙে যায় যখন,
তোমার হাশি মাখা মুখটি মাগো মনে পড়ে তখন।
হাজার ফুলের পাপড়ি যখন সুভাস ছড়ায় বাতাসে,
তোমার মুখের মিষ্টি কথা আমার কানে ভাসে।


রং   ধনুর ঐ সাত রং যখন আকাশে উঠে আশে,
তখন আমার মনে হয় মাগো তুমি আছ আমার পাশে।
বসন্তের ককিল যখন কুহুকহু করে ডাকে,
সেই ডাক শুনে আমি ডাকি তোমাকে।
সরৎ কালের    প্রকৃতি যখন অপরুপ সাঝে সাজে।
তখন আমার মনে হয় মাগো তোমায় ফিরে পেলাম আমার   হৃদয়  মাঝে।
চাঁদনী রাতের জ্যোৎস্না   যখন পৃথিবী যখন আলোময় করে তোলে,
তখন আমার মনে এই বুঝি তুমি আমার কাছে এলে।
        যখন যেখানে বসে থাকি আমি শুধু নিরালয়,
আকুল পিয়ােস মনের তিয়াসে  তোমার সৃতি আমার হৃদয়ে জাগায়।