অবুঝ শিশু মতো কাঁদি
নিখাঁদ আবেগের চাদরে ঢাকা
চোরা বালুর ফাঁদে আঁটকি, বারবার
একবার যদি বলো, আসো
ঝড়ের মতো ছুটি সব ভুলে
কেন ফিরি ?
চোখের দৃষ্টি ছুঁয়ে দিলে,
ভুলে যাই, বুকে স্যাঁতসেঁতে  ক্ষত।
আঙ্গুল ছুঁলে, মুছে যায়,
 সমুদ্রের ঢেউয়ের ফেনা।
একবার যদি ডাকো,
অতীত ভুলে,বিষাদ জীবনের।
অস্তমিত সূর্য্য দিগন্তের ও পারে
নতুন প্রত্যয়ে উদয় আবারো সূর্য্য।
নিরাশার আঁধার ঠেলে,
 স্বপ্নের জোনাকীরা জ্বলে উঠে।
একবার যদি বলো, আসো।