প্রথম প্রসূতি টগর গাছের সবুজ পাতার
উপর পাঁচ শ্বেত পাঁপড়ি।একটি টগর ফুল
 নজর কেড়েছে সবার।
কত জন এসে আলতো হাতে নেড়ে নিলো
 সুবাস, কত ভালোবাসা।


মায়ের ঠাকুরঘর, বসার ঘরের টেবিলে।
তোমার কপালের উপর,  বুকের উপর।
খোপায় কালো কেশে সুভ্র টগর।
 বেশ মানিয়েছে লীলাভ শাড়িতে ।
আমার গন্ধ মাখা টগরেব ঘ্রাণ নিয়েছিলে তুমি। 


শিয়রে জলভর্তি ফুলদানীতে,
সারা রাত সর্বস্ব বিলিয়ে টগর ফুল।
আমার  মালী জীবনের বড় সার্থকতা ।
তোমার ভালবাসা,মায়ের পবিত্রতা,
আমার পরিচর্যা তার পর অপেক্ষা আর কৌতূহল।
টগর ও  দিয়েছে, প্রতিদান
বিবর্ণ করেছে পাঁপড়ি,বিলিয়ে দিয়েছে ঘ্রাণ।
ঝরেও পরেছে পাঁপড়ি, শুকিয়েছে  ডাল পাতা কয়টি।
জীবনদ্দশায় ছুড়েছে  রাস্তার পাশে।
 পদদলিত   হাজারও পথচারীর।
কেউ কু্ঁড়িয়ে নেয়নি টগর ফুলটি।
 ভালবাসায় সিক্ত এবং প্রার্থনায় আশীর্বাদের
 টগর ফুল আবর্জনা।
মাটির সাথে মিশে জৈবযৌগ  উদ্ভিদের।