তুমি অভিমান করো।
ঘরের জানালা, দরোজা বন্ধ করে বসে থাকো।
তোমার অভিমান ভাঙ্গাতে,
দরোজার কড়া নেড়ে ক্লান্ত।
তুমি অভিমান করো,
আমার ছায়া দেখে, আগুনের মতো জ্বলে উঠো
গোসায়, বজ্রাহত হও, ঢলে পরো অজ্ঞান হয়ে,
আমার বুকের উপর।
দুর্বা জল ছিটিয়ে দেবো চোখে মুখে।
ভ্রু কঁচুকে লাল চোখে দেখবে,
কেউ না বুঝলেও আমি বুঝবো।
আমার জন্য কেঁদে কেঁদে  চোখ লাল।
রোজ রোজ, বছর পর বছর অভিমান করো।
আমি যেন চক্ষুশূল হই।
আমার প্রেম ঘাতক ব্যাধির মতো বিষক্রিয়া করুক
তোমার শরীরে কোষে।
জ্বালা পোড়া করুক, যন্ত্রণায় যন্ত্রণায় অতিষ্ঠ হোক।
মানবতার জন্য ফুঁপিয়ে কাঁদুক।
তুমি অভিমান করো।
অনেক অনেক অভিমান।
তুমি অভিমান করলে,
অভিনব আবিস্কার করি তোমাকে।