তোমার এ অভিমান নয়,গভীর প্রেমের প্রত্যয়
এ ঘরে একবার প্রবেশ করলে আর
চৌকাঠ পেরোনো যায় না।
এ অভিমান নয় ধূপ আর আগুনের খেলা।
পুড়ে পুড়ে নিজেকে বিলিয়ে দেওয়া।


অভিমান করে  দূরে যেতে পারোনি
চোখ দুটো লাল করেছো।
এবার বুঝেছো নিশ্চয়, আমাকে না দেখার কষ্ট কত দূর?
কত সুনামি বিধ্বস্ত করেছে তোমাকে।
তারপরও আমাকে বাঁচিয়ে রেখেছো,
এত দিন তুমি বুঝতে পারোনি, কতটুকু ভালোবাসো।