১.
তুই আমারে ছেড়ে গেলি,যায়নি তোরে রাখা
তোর একখান ছবি আছে,আমার বুকে আঁকা।।


সকাল-বিকেল সন্ধ্যা-সাঝে,তোর ছবিটি দেখি,
আমার সরল ভালোবাসা,তোর চরণে রাখি।
জীবন নামের পথটারে তুই,করলি কত বাঁকা।।
তুই আমারে ছেড়ে গেলি যায়নি তোরে রাখা।
তোর একখান ছবি আছে আমার বুকে আঁকা।


আশার ঘরে ফাঁকি রে তুই শুধুই কাজল ছায়া
ছুঁইতে গেলে যাস মিশে তুই,তবু লাগে মায়া।
ভালোবাসার নরম ঘাসে তুই আছিলি ঢাকা।।
তুই আমারে ছেড়ে গেলি যায়নি তোরে রাখা,
তোর একখান ছবি আছে আমার বুকে আঁকা।


২.
যে যা ভাবে  ভাবুক লোকে, যে যা বলে বলুক
তাতে কি আসে যায়, তাতে কি আসে যায়।
আমি পা রেখেছি না'য়ে গো,পা রেখেছি না'য়।।


লাগছে পালে প্রেমের হাওয়া,মনে মনে আসা যাওয়া
বাইয়া চলো অচিন নাইয়া,  তুমি ছাড়া
 নাই কোন উপায় গো,নাই কোন উপায়।
আমি পা রেখেছি না'য়ে গো, পা রেখেছি না'য়।।
যে যা ভাবে ভাবুক লোকে, যে যা বলে বলুক


 জাতমান যাক রসাতলে,প্রেমে কি আর শাস্ত্র চলে
প্রেমিক মানুষ আরো বলে, মনের মতোন মন হলে
জাতমান না চায় গো,জাতমান না চায়।।
আমি পা রেখেছি না'য়ে গো,পা রেখেছি না'য়।
যে যা ভাবে ভাবুক লোকে,যে যা বলে বলুক।


কালার প্রেমে এত আলো,উজান গাঙ্গে বাইয়া চলো
সাদা-কালো সবাই ভালো,লাগলে চোখে প্রেমের আলো
মন ফেরানো দায় গো,মন ফেরানো দায়।।
আমি পা রেখেছি না'য়ে গো,পা রেখেছি না'য়ে
যে যা ভাবে ভাবুক লোকে, যে যা বলে বলুক।


৩.
সখি, ভালোবাসা কি এমন হয়?
অনলে দহি আমি তুমি থাকো অক্ষয়।
সখি, ভালোবাসা কি এমন হয়?


বেলা অবেলায় তোমারও কারণে
জমে জল দু'টি আঁখি কোণে।
বাদলও দিনে মেঘলা আকাশ
                     নিরবে চেয়ে রয়।।
     সখি ভালোবাসা কি এমন হয়?


কত কথা,কত বাসনা জমে মনে
নিবরে শুনে কিংবা নাইবা জানে।
ব্যাকুল প্রানের  আকুল হয়ে
                   তোমারই নাম লয়।।
            সখি, ভালোবাসা কি এমন হয়?


৪.
শুনো শুনো নিরুপমা, শুনো শুনো প্রিয়তমা
স্বয়নে যদি না আসো এসো আমার স্বপনে
 যদি তুমি লাজে মরো এসো ওগো গোপনে।।


দিনের আলোয় নাইবা ঘরে এলে,
সন্ধ্যা প্রদ্বীপ নাইবা দিলে জ্বেলে।
রাতের আঁধারে তোমাকে যেন পাই,
সুখের ভাবনায় তোমাকে নাহি চাই।
দুঃখের যাতনায় থেকো তুমি সংগোপনে।।
স্বয়নে যদি না আসো এসো আমার স্বপনে।


নাইবা তুমি আমায় ভালোবাসো
স্বপ্ন জোয়ারে নাইবা তুমি ভাসো।
থাকো দুরে দুরে তুমি আপন মনে
চেয়ে থাকো  আকাশেরও পানে।
থাকো তুমি ওগো আপনও সুখের সন্ধানে।।
স্বয়নে যদি না আসো,এসো আমার স্বপনে।