হিউম্যান রাইটস, আপনি ঘুমিয়ে আছেন?
নাকি,টিভির রিমোট টিপে
দেখছেন মানব নিধন কৌশল।
গিলোটিনের মানব নিধন যন্ত্র নিষিদ্ধকরা ভাবছেন?
না তার প্রখরতা পরক করছেন?
আপনি হয়তো জানেন না
রং বদলে যাচ্ছে রাখাইন অফশোর
নীল থেকে লাল।
আপনার আলমারি ভর্তি হিউম্যান এ্যাক্ট ফাইলে
বিষধর সাপ ফণা তুলে আছে।
ধরতে গিয়ে অনেক শিশু -আবাল -বনিতা -বৃদ্ধ-বৃদ্ধারা
প্রাণ হারালো দংশনে।
হয় তো মানুষকে অমর রাখার,
মৃর্ত্যু নিয়ে গবেষনা করছেন।
নিরাপরাধ মানুষকে জোরপূর্বক  মৃত্যুবাসে,
আপনি নিশ্চুপ।
আবাসনের কথা ভাবছেন।
নারী শরীরে লজ্জার ওজন বেড়ে যাচ্ছে।
আপনি চুপ।
মানবতা মানবতা খেলায় ব্যস্ত।
কাল সকালে হয়তো মাইক্রোফোনে সামনে
হাউ মাউ করে কেঁদে দেবেন।
আমাদের ধ্বংস হয়ে যাওয়া বাসনার জন্য আফসোসে ভিজবে হাতের টিস্যু।
রিফিউজি ক্যাম্পে হয়তো শুকনো রুটির ব্যবস্থা হবে।
রিফিউজি নই।
আমার মা, প্রসবকালে যে মাটি খাঁমচে
ধরেছিলো।সে মাটি চাই।
চিত্রা হরিণীর শাবকের মতো নিরাপদ
  বিচরণ ভূমি